parbattanews

লক্ষ্মীছড়িতে ইউএনও নেই এক মাস ধরে: প্রশাসনিক কার্যক্রম ব্যহত

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেই প্রায় এক মাস ধরে। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা খোকন কান্তি সাহা বদলী হওয়ার পর আর কাউকে এখনো পর্যন্ত এ উপজেলায় ইউএনও হিসেবে পোষ্টিং দেয়া হয় নি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিদা শারমিনকে দিয়ে লক্ষ্মীছড়ি উপজেলার বর্তমান জরুরী কাজ চালানো হচ্ছে। এর মাঝে এক সপ্তাহের জন্য সদ্য যোগদানের আগে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহেদ পাভেলকে দায়িত্ব দেয়া হয়।

বর্তমানে আবারো মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিদা শরমিন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। স্থায়ী ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শুন্য থাকায় প্রশাসনিক কর্মকান্ডে দেখা দিয়েছে নানা জটিলতা। গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত কিংবা বড় ধরনের আর্থিক লেন-দেন এর ফাইল পত্রের কাজ চলছে ধীর গতীতে। বিশেষ করে ঋণ কার্যক্রম, ঠিকাদারী বিল, জমি-জমা সংক্রান্ত যে কোন যাবতীয় কাজ অনেকটা স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে উপজেলার অন্যান্য সরকারি দপ্তরগুলোতেও।

ইউএনও নেই তাই এ অজুহাতে জনস্বার্থে অনেক গুরুত্বপূর্ণ কাজ ফাইল বিন্দ হয়ে পড়ে আছে। এতে করে চরমভাবে ব্যহত হচ্ছে উপজেলার প্রশাসনিক কর্মকান্ড। ২০১১সালের অক্টোবর মাসে ইউএনও মিজানুর রহমান লক্ষ্মীছড়ি উপজেলা থেকে বদলী হওয়ার পর খোকন কান্তি সাহা গত আগষ্ট মাসের ১৪ তারিখ রাত সাড়ে ১০টার পর অনেকটা নিরবেই কর্মস্থল ত্যাগ করেন।

Exit mobile version