লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ কর্তৃক জেএসএস এলাকায় গুলিবর্ষণ

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ইউপিডিএফ’র সন্ত্রাসীরা জেএসএস নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ১৭জুন সোমবার দুপুর ২টার কিছু পর লক্ষ্মীছড়ি উপজেলা সদরের বাজার সংলগ্ন জুর্গাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে কোন হতা-হতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শির সূত্রে জানা যায়, জলপাই রঙের পোষাক পরিহিতি ১২-১৫ জন সন্ত্রাসী আকষ্মিক ১০-১২ রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। জনসংহতি সমিতি (জেএসএস)এর লক্ষ্মীছড়ি শাখার প্রচার সম্পাদক কফিল সেন চাকমা জানান, আমরা কয়েকজন কর্মী উক্ত এলাকায় অবস্থান করছিলাম। হঠাৎ গুলির শব্দ পেয়ে ভয় পেয়ে যাই, পরে দ্রুত আমরা স্থান ত্যাগ করি। আমাদের কোন ক্ষয় ক্ষতি হয় নি। ইউপিডিএফ’র সন্ত্রাসীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে তার অভিযোগ।

লক্ষ্মীছড়ি থানার এস.আই হামিদুল জানান, ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ ও সেনাবাহিনী ঘটনা স্থলে পৌঁছলেও ততক্ষনে সন্ত্রাসীরা পালিয়ে যায়। উল্লেখ্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এসএসসি পরীক্ষায় কৃতকার্য ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি প্রদান করার জন্য সোমবার সংর্বধনা সভার আয়োজন করার অনুমোতি চায় উপজেলা পরিষদ মাঠে। এদিকে একই দিন জনসংহতি সমিতি(জেএসএস) এর পক্ষ হতে ইউপিডিএফ’র সন্ত্রাসী কার্যক্রম বন্ধ, চাঁদাবাজি ও গুম-হত্যার প্রতিবাদে একই স্থানে সমাবেশ করার  ঘোষণা দেয়ায় প্রশাসন কোন পক্ষকেই সভা-সমাবেশ করার অনুমোতি দেয় নি।

সমাবেশ করতে না পেরে ইউপিডিএফ জনমনে আতংক সৃষ্টি করার জন্যই এ ঘটনা ঘটিয়েছে বলে মানিকছড়ি শাখার পিসিজেএসএস’র সভাপতি পেস্কা মারমার ধারনা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন