parbattanews

লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ওপর গুলি বর্ষণ, আহত ১

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

লক্ষ্মীছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্পন চাকমা (২৮) নামে এক কর্মী আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় হাসপাতালের স’মিল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা ৬/৭ রাউন্ড গুলি বর্ষন করে। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গেলে অজ্ঞাতনামা সন্ত্রসীরা পালিয়ে যায়।

লক্ষ্মীছড়ি হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মুরাদ বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, বড় ধরণের কোনো আঘাতের চিহ্ন নেই।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের সদস্য অর্পন চাকমা (২৮) পার্বত্যনিউজকে বলেন, আমরা ৪ জন ২টি মোটর সাইকেল যোগে স’মিল এলাকায় সুমনের দোকানের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে সামনে থেকে ইউপিডিএফ’র সন্ত্রাসীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আমরা মোটরসাইকেল রেখেই দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে আসি।

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আব্দুল জব্বার জানান, ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করে নিয়ে এসেছি। এছাড়াও এসময় ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তবে লিখিতভাবে এ ঘটনার কোনো অভিযোগ করা হয় নি। এঘটনায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হবে বলেও জানান তিনি।

Exit mobile version