parbattanews

লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ-জেএসএস’র মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময়

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় প্রত্যন্ত মধ্যম শুকনাছড়ি এলাকায় প্রায় ঘন্টা ব্যাপী বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। ২২জুন শনিবার সন্ধায় এ ঘটনা ঘটে। তবে কোন হতা-হতের খবর পাওয়া যায় নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আগে থেকেই অবস্থান নেয়া ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকায় জেএসএস’র বন্দুকধারী একটি গ্রুপ উক্ত এলাকা নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে।

জেএসএস’র অস্ত্রধারী গ্রুপটি ঢোকার সাথে সাথে ইউপিডিএফ ফাঁকা গুলি করে তাদের অবস্থানের কথা জানান দেয়। জবাবে জেএসএস বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এভাবে অন্তত ১৫ থেকে ২০ মিনিট বিরামহীনভাবে গোলাগুলি চলে। এসময় কয়েক কি: মি: এলাকা জুড়ে গুলির শব্দে এলাকার মানুষ আতঙ্কিত পড়ে। পরে থেমে থেমে প্রায় ঘন্টা খানিক এ গুলিবিনিময় চলে।

লক্ষ্মীছড়ি জোনের নোবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে উভয় গ্রুপের অস্ত্রধারীরা পালিয়ে যায়। লক্ষ্মীছড়ি থানার এস.আই হামিদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোন অনাকাক্ষিত ঘটনার খবর পুলিশের কাছে নেই বলে জানান।

Exit mobile version