parbattanews

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে করোনাকালীণ সময়ে ত্রাণ বিতরণ

গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে লক্ষীছড়ি উপজেলার প্রায় অর্ধশত অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ মে) সপ্তাহব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসচি এর উদ্বোধন করেন সেনাবাহিনীর ২৬ রেজিমেন্ট আর্টিলারী লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. রাশেদুজ্জামান রাশেদ।

এসময় তিনি বলেন, মহামারী করোনার সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী গরিব, অসহায়দের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আগামী সপ্তাহজুড়ে জোনের দায়িত্বরত বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং সহায়তার এ ধারা অব্যাহত থাকবে ।

এসময় লক্ষীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর রিসালাত, মেজর আসফাক, ক্যাপ্টেন নাহিদ, ক্যাপ্টেন মাহিন, ক্যাপ্টেন মইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version