parbattanews

লক্ষ্মীছড়িতে জেএসসি পরীক্ষা চলছে: বহিস্কার ২

RZZZeZK

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় (জেএসসি) জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনেকটা সুষ্ঠু ও সুন্দর পরিবেশেই চলছে বলে জানা গেছে। তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত ইংরেজি ১ম পত্রে নকলের দায়ে ২জ ছাত্র বহিস্কার হওয়ার পর নকলমুত্ত পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। ৮ নভেম্বর বাংলা ১ম পত্রে কোন অপ্রীতির ঘটনার খবর পাওয়া যায়নি। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্বেদ্রর হল সুপার জাহিদুল আলম সরদার জানান, মোট পরীক্ষার্থী ২’শ ৭১জন। অনুপস্থিত রয়েছে ১২জন। ২’শ ৫৭জন পরূীক্ষায় অংশ নিয়েছে। গত বছরের অনিয়মিত শিক্ষার্থী রয়েছে ৯৭জন। জানা যায়, বর্মাছড়ি জুনিয়র হাইস্কুল হতে ৮৮জন এবং দুল্যাতলী জুনিয়র হাইস্কুল হতে ৫৩জন ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশ নিয়েছে।

Exit mobile version