parbattanews

লক্ষ্মীছড়িতে নবাগত জোন কমান্ডারের মত বিনিময় সভা

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নবাগত জোন কমান্ডার লে: কর্ণেল আরিফ এলাকার সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমাণ্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেছেন। ২৩ জুন রবিবার লক্ষ্মীছড়ি জোন সদরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা খোকন কান্তি সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হাশেম চৌধুরী, উপজেলা বিএনপি’র সভাপতি মো: ফোরকান হাওলাদার। এছাড়াও জোনের ভার প্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আনিস, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন কাওসার, ক্যাপ্টেন এরফান ও ক্যাপ্টেন মাহমুদুল উপস্থিত ছিলেন।

নবাগত জোন কমান্ডার লে: কর্ণেল আরিফ বলেন, ভাল মানুষের সাথে সব সময় সেনাবাহিনীর সু-সম্পর্ক থাকবে। কিন্তু কোন সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা কোন অপরাধীদের সাথে সেনাবাহিনীর ভাল সম্পর্ক থাকবে না। পাশাপাশি তিনি সকল মানুষের সহযোগীতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। এলাকার শান্তি ফিরিয়ে আনতে জোন কমান্ডার সন্ত্রাসীদের প্রশ্রয় না দিয়ে তাদের সন্ধান দিয়ে সহযোগীতা করার আহবান জানান।

উল্লেখ্য গত ১৮ জুন ১২ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী বিদায় নিলে ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষ্মীছড়ি জোনের দায়িত্ব ভার গ্রহণ করে।  

Exit mobile version