parbattanews

লক্ষ্মীছড়িতে পার্বত্য শান্তি চুক্তির ১৭তম বর্ষপূর্তি উদযাপন

RnZP`n```Rn

স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ১৭তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করে। দিনের প্রথম ভাগে সকাল ৯টায় এক শান্তি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান। লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এরফান ও ক্যাপ্টেন আরিফসহ বিভিন্ন স্তরের জনসাধারণ র‌্যালিতে অংশ নেন।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, সাবেক আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেম চৌধুরী, আব্দুর রশিদ মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

আগামীকাল ৩ ডিসেম্বর শান্তিচুক্তির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিকাল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: বাতেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

Exit mobile version