লক্ষ্মীছড়িতে ফাঁসির আসামি আটক

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অহিদুল হককে আটক করেছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুর ১টা ৪০মিনিটের সময় মানিকছড়ি তিনট্যহরী এলাকা থেকে অহিদুল হক(৪৫) নামে এই আসামিকে আটক করা হয়।

লক্ষ্মীছড়ি থানার ওসি আ. জব্বার নিজেই সাথে থাকা অন্যান্য পুলিশের সহায়তায় সাদা পোশাকে অভিনব কায়দায় আসামিকে আটক করেন বলে জানান।

খুনের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় লক্ষ্মীছড়ির ময়ূরখীল এলাকার চাঁন খা (চান মিয়ার) ছেলে অহিদুল ইসলাম(৪৫) কে রংপুর অতিরিক্ত দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জমান গত ৩০/০৬/২০১৬ ইং তারিখে মৃত্যুদণ্ডাদেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১০জন আসামির মধ্যে ১জনকে ৩বছরের সশ্রম কারাদণ্ড ও ৫হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ৩মাসের সশ্রম কারাদণ্ড দেন। এ খুনের ঘটনায় ৯জনকে ফাঁসির আদেশ দেন আদালত। এর মধ্যে কারাগারে ৩জন এবং পলাতক ছিলেন আরো ৬জন। মামলা দায়রা নাম্বার ৭৭/০৯, জিআর ২৩৫/০৬, বদরগঞ্জ থানা, রংপুর, মামলা নং ২৪তাং ২৮/০৩/২০০৬ইং। ধারা ৩০২, ৩৪ ও ৩০৪বি দঃবি।

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ. জব্বার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনট্যহরি এলাকায় আবুলের দোকান থেকে আটক করা হয় অহিদুল ইসলাম কে।  এর পর খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয় তাকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন