লক্ষ্মীছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

eKe&K¡
মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৮আগষ্ট লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ টুর্ণামেন্টে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীছড়ি জোন উপ-অধিনায়ক মেজর কাজি মাহমুদুন্নবী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিলন চাকমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক। লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এরফান, ক্যাপ্টেন ফয়েজ(আরএমও), উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: লোকমান হোসেন, সমবায় অফিসার মুজিব উর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আ: মালেক, বন কর্মকর্তা নুরুল ইসলাম পাটোয়ারী, সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান পাটোয়ারি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা, বর্মাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রতুল কান্তি চাকমাসহ গণ্যমাণ্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হলে বঙ্গমাতা বেগম  ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টে মরাচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। এর পর একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিনাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০গোলে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। বালিকাদের মধ্যে মরাচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালায়ের ১২নাম্বার জার্সি পরিহিত অনিকা চাকমা শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হন। বালকদলের মধ্যে বিনাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার চাইশি মং মারমা শ্রেষ্ঠ খেলোয়ারে পুরস্কার গ্রহণ করেন। ২৫ মিনিট করে ১০ মিনিট বিরতি দিয়ে ৫০ মিনিট খেলা চলে। খেলা পরিচালনা করেন ডা. দেলোয়ার হোসেন।    

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন