parbattanews

লক্ষ্মীছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

UcecePPK copy

লক্ষ্মীছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মনিরুল হোসেন পিএসসি,জি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, রেফারি ডা. দেলোয়ার হোসেন, লক্ষ্মীছড়ির কৃতি ফুটবলার মনিকা চাকমা। জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন জাওয়াদ, নবনির্বাচিত সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়াম্যান হরিমোহন চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে বালকদের খেলায় লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায় এবং বালিকাদের মধ্যে মরাচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেম্বার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ গোলদাতার পুরস্কার গ্রহণ করেন লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সালাউ মারমা। একই অনুষ্ঠানে লক্ষ্মীছড়ির মরাচেঙ্গী এলাকার অনুর্ধ ১৬ জাতীয় মহিলাদলের খেলোয়ার মনিকা চাকমাকে সংবর্ধনা পুরস্কার প্রদান করা হয়।

Exit mobile version