লক্ষ্মীছড়িতে বাল্য বিবাহ প্রতিরোধ, মা-শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে দিন ব্যাপী অবহিতকরণ সভা

eeŸ&

উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীছড়ি :

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে দিন ব্যাপী এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো: খোরশেদ আলম। অনুষ্ঠানের মূল কার্যক্রমের উপর আলোচনা করেন আই ই এম ইউনিটের সহকারী পরিচালক স্বপন কুমার শর্মা ও ডা. উশ শৈ। পরিকল্পিত উপায়ে জনসংখ্যা রোধ করার ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

বক্তারা বলেন, সমাজে যত প্রকার কলহ হয়ে থাকে তার মধ্যে বেশির ভাগ হলো জমি-জমা সংক্রান্ত। তাই জনসংখ্যা যদি রোধ করা না হলে এর ক্ষতিকর প্রভাব সমাজের উপরই পড়বে। রাষ্ট্র ও সমাজে যত পরিকল্পনা করা হয়ে থাকে তা একমাত্র মানুষকে নিয়েই। মানুষকেই সচেতন হয়ে ছোট পরিবার গঠন করে সুখ ও শান্তি ফিরিয়ে আনতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন