parbattanews

লক্ষ্মীছড়িতে বুদ্ধমূর্তি দান, সংঘ দানসহ নানাবিধ দান অনুষ্ঠিত

স্বর্গীয় সন্দুরাম চাকমার ২২তম পরলৌকিক সদগতি কামনা ও জীবিত মাতা গন্ডাপতি চাকমা সহ জগতের সকাল প্রাণীর হিতসুখ মঙ্গলার্থে, সোমবার (২১ ফ্রেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলা লাম্বাছড়ি এলাকার স্বর্গীয় সন্দুরাম এর আত্মীয়বর্গে আয়োজনে, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, আকাশ বাতি দান, হাজার বাতি দান, কল্পতরু দান সহ নানাবিধ দানের মহতী পুর্ণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে দূর-দূরান্ত থেকে পুর্ণ্যসঞ্চয়ীর জন্য শত শত পুর্ণ্যার্থীদের সমাগম হয়েছে। এ সময় ধর্মীয় গুরুরা পুর্ণ্যার্থীদের উদ্দেশে বৌদ্ধ ধর্ম দেশনা দেন। এসময় জগতের সব প্রাণীর সুখ-শান্তি ও মঙ্গল কামনা করা হয়। সন্ধ্যায় ভগবান বুদ্ধের উদ্দেশে আকাশ প্রদীপ (ফানুস বাতি) উড়িয়ে দেওয়া হয়।

দান অনুষ্ঠানে শিলা দান করেন, রাঙ্গামাটি বিহার অধ্যক্ষ ফুরমোন মহাস্থবির ভান্তে, এ সময় আরও উপস্থিত ছিলেন, বিনয়লংকার স্থীর, প্রঞ্জাভূমি সান্তপদ ভাবনা কেন্দ্রের অজিত ভান্তে স্থবীর,অধ্যক্ষ লক্ষ্মীছড়ি কুশলনগর বনবিহার জ্যোতি চাকমাসহ প্রমুখ।

Exit mobile version