parbattanews

লক্ষ্মীছড়িতে ব্র্যাক এর উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে এডভোকেসী সভা

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্র্যাক লক্ষ্মীছড়ি উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান।

লক্ষ্মীছড়ি উপজেলা ব্র্যাক এর ম্যানেজার খেমা প্রু মারমার সভাপতিত্বে আয়োজিত এডভোকেসী সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. আব্দুল আউয়াল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, লক্ষ্মীছড়ি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সফিউল্লাহ মীর, মতিউর রহমান প্রমুখ। উপজেলা হাসপাতালের উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. দেলোয়ার হোসেন ম্যালেয়িা রোগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

ম্যালেরিয়া রোগ প্রতিরোধে এবং এর নিয়ন্ত্রণে করণীয় বিয়য়ে ব্যাপক আলোচনা করা হয়। কীটনাশক যুক্ত মশারী ব্যবহার এবং সচেতনা বৃদ্ধির জন্যই এ কর্মসূচী। এছাড়াও প্রত্যন্ত এলাকায় ম্যালেয়িা রোগী আক্রান্ত হলে ব্র্যাক এর পক্ষ হতে রোগীকে হাসপাতালে আনার জন্য প্রয়োজনীয় ব্যয় ভার বহন করা হবে বলেও সভায় সকলকে অবহিত করা হয়। সরকারি কর্মকর্তা, জনপ্যতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার অর্ধ শতাধীক ব্যক্তি এ এড্ভোকেসী সভায় অংশ নেন।

Exit mobile version