parbattanews

লক্ষ্মীছড়িতে মোমবাতি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

UePR56R65R

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় এলজিএসপি-২ এর আওতায় বিনামূল্যে হাতে কলেমে মোমবাতি তৈরি করার উপর ৩ দিনের এক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদ চোরম্যান রাজেন্দ্র চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এলজিএসপি খাগড়াছড়ি জেলা ফ্যাসিলেটর মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মানিকছড়ি ইউনিয়ন পরিষদ সচিব মো. মোশারফ হোসেন। প্রশিক্ষক ছিলেন সুজাতা চাকমা ও ইতি চাকমা।

এ কর্মশালায় লক্ষ্মীছড়ি ইউনিয়ন থেকে প্রায় ১০০জন বেকার নারী অংশ গ্রহণ করে প্রশিক্ষণ নেন। লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদের সচিব কমল কৃষ্ণ চাকমা বলেন, এ প্রশিক্ষণের মধ্যদিয়ে একজন বেকার নারী নিজেকে আত্মকর্মী হিসেবে নিয়োজিত করে স্বাবলম্বি হওয়ার সুযোগ রয়েছে। পরিবারের আর্থিকভাবে লাভবান করার উদ্দেশ্যেই এ কর্মশালার আয়োজন।

জানা যায়, কাঁচামাল হিসেবে পাইকারি দরে মোম কিনে মেশিনের সাহায্যে ঘরে বসেই মোমবাদি তৈরি করে বিক্রি করে একজন বেকার নারী টাকা রোজগার করতে পারবেন।

Exit mobile version