parbattanews

লক্ষ্মীছড়িতে শিশুদের হাতে বই তুলে দিলেন জোন কমান্ডার

PRRUPRPR
মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি : খাগড়াছড়ির লক্ষীছড়িতে নতুন বছরে পা দিতেই শিশুরা তাদের নতুন ক্লাশের বই হাতে পেয়ে মহা খুশি। এক উৎসব মুখর পরিবেশে ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল এ কে এম আরিফ, পিএসসি কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেন।

অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন জুবায়ের তারিক মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান রে¤্রাচাই চৌধুরী, থানার অফিসার্স ইনচার্জ মো. কামরুল হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জোন কমান্ডার লে. কর্নেল এ কে এম আরিফ, পিএসসি। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা ড. আব্দুল আউয়াল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ সারোয়ার, হাই স্কুলের প্রধান শিক্ষক  আবু বক্কর সিদ্দিক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় চাকমা বক্তব্য রাখেন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব ২০১৪ আনুষ্ঠান শুরু এবং দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশেনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম মোস্তফা অনুষ্ঠান পরিচালনা করেন।    

Exit mobile version