parbattanews

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

পাহাড়ে স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সেনাজোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীছড়ি জোনের বাইন্যাছোলা আর্মি ক্যাম্পে স্থানীয় দুইটি পরিবারকে সেলাই মেশিন, দুইটি পরিবারকে সোলার প্যানেল, দুইজনকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান, তিনটি স্কুলের উন্নয়নমূলক কাজের জন্য আর্থিক সহায়তা এবং দশটি কৃষক পরিবারকে চাষাবাদের জন্য কৃষি বীজ, সার এবং মাছের পোনা প্রদান করেন লক্ষীছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল এএইচএম জুবায়ের। এসময় তিনি বলেন, পাহাড়ে শান্তি ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় লক্ষ্মীছড়ি জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা

Exit mobile version