parbattanews

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩ ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা উদ্বোধন

eK°KKKKKK
মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ২৯জানুয়ারি থেকে ৩ দিন ব্যাপী সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পিং উদ্বোধন করা হরেয়ছে। ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মোয়াজ্জেম, পিএসসি এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর তানভীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেম্রাচাই চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, থানার অফিসার্স ইনচার্জ মো: কামরুল হাসান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজেন্দ্র চাকমাসহ এলাকার গণ্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের সাধারণ চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি চোখে কম দেখেন এমন রাগীদের বাছাই করে অত্যাধুনিক পদ্ধতিতে ছানি অপারেশন করে ল্যান্স প্রতিস্থাপন করা হবে বলে ক্যাপ্টেন ডা. ফয়েজ(আরএমও) সাংবাদিকদের জানান। বিনামূল্যে ওষধ সরবরাহসহ অপারেশন শেষে বিনামূল্যে চশমা বিতরণ করা হবে বলে তিনি জানা গেছে। মিসেজ মেজর তানভীর(গাইনী বিশেষজ্ঞ), ক্যাপ্টেন রোমেল, ক্যাপ্টেন মাহাতাব, ডা. তাপস কুমার পাল, ডা. মোন্তাসির, ডা. সালেহা সুলতানা, ডা. জান্নাতুল ফেরদাউস, ডা. রিপন বাপ্পী চাকমা রোগীদের নানা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা সেবা দেন। সেনাবাহিনীর চিকিৎসক ছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতাল, চট্টগ্রাম থেকে মেডিসিন, শিশু, গাইণী ও সার্জিক্যাল বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি-বাঙ্গালি মিলে দুপুর পর্যন্ত প্রায় আড়াইশ রোগীকে চিৎসা নিতে দেখা যায়।

Exit mobile version