parbattanews

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দু‘দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির সম্পন্ন

vcePURR

লক্ষ্মীছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগীতায় দু‘দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির সম্পন্ন হয়েছে।

বুধবার সমাপনী দিনে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার এম মজিদ আলী, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ নুরুল আমিন উপস্থিত ছিলেন।

এছাড়াও রিজিয়নের অন্যান্য জোন কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মনির চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন।

বিভিন্ন এলাকা থেকে আসা ২০জন রোগীকে বাছাই করে চক্ষের ছানি অপারেশন করানো হয়। আর এই অপারেশন করান চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের ডাক্তাররা। চক্ষু শিবির সার্বিক কার্যক্রমের চিকিৎসক সমন্বয়ক ছিলেন (আরএমও) ক্যাপ্টেন এসএম সালাউদ্দিন।

Exit mobile version