parbattanews

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন

untitled-1-copy

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপিজেলায় ২ দিনব্যাপি বিনামূল্যে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু শিবির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর রাসেল আহমেদ এ চিকিৎসা সেবার উদ্বোধন করেন।

এ সময় লক্ষ্মীছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন সালাউদ্দিনসহ লায়ন্স চক্ষু হাসপাতালের ডাক্তারা উপস্থিত ছিলন। এছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, থানার অফিসার্স ইনচার্জ আরিফ ইকবাল, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরিমোহন চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ১ম দিন চক্ষু রোগী বাছাই  করে অন্তত ৩০জন রোগীর ছানী অপারশেন করার পরিকল্পনা আছে বলে জানা গেছে।

এছাড়াও সকাল থেকে অনেক দুরদুরান্ত প্রত্যন্ত এলাকা থেকে শত শত রোগী চিকিৎসা সেবা স্থলে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘলাইনে দাঁড়িয়ে পেসক্রিপশান নিতে দেখা গেছে।

Exit mobile version