parbattanews

লক্ষ্মীছড়িতে হরতালের সমর্থনে বিক্ষোভ

হরতাল
মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে উপজাতি সন্ত্রাসী কর্তৃক অংসিলা মারমা নিহত হওয়ার ঘটনায় খুনিদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল চলছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে লক্ষ্মীছড়ি মারমা ঐক্য পরিষদ ও মারমা উন্নয়ন সংসদ এ বিক্ষোভ মিছিল করে।

এদিকে মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল শুরু হয় বলে জানা গেছে।

উপজেলা সদরে ব্যক্তিগত ২/১টি মোটরসাইকেল চলাচল করতে দেখা গেলেও ভারি কোন যানবাহন চোখে পড়ে নি। সকালে চট্টগ্রাম ও খাগড়াছড়িগামী কোস্টার ছেঢ়ে যায়নি।

বেলা ১০.৪৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লক্ষ্মীছড়ি হাসপাতাল, শিলাছড়ি পাড়া, লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কের মংহলা পাড়া ওমেজর পাড়া এলাকায় প্রধান সড়কে পিকেটাররা কিছু মোটরসাইকেল আটকে দেয়ার খবর পাওয়া গেছে। বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু দোকান পাট খুলতে দেখা গেছে।

হরতালে দায়িত্ব পালনকালীন সময়ে পুলিশ অফিসার এস.আই মো: রাশেদ সাংবাদিকদের জানান, মানুষের জানমালের নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি।

উল্লেখ্য, গত ২২ মে শুক্রবার লক্ষ্মীছড়ি ইউনিয়নের বর্মাছড়ি সড়কে হাজাছড়ি পাড়া নামক এলাকায় উপজাতি সন্ত্রাসীরা অংসিলা মারমাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে লক্ষ্মীছড়ি থানায় অঙ্গাতনামা ৬/৭জনকে আসামী করে মামলা করলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারে নি।

Exit mobile version