parbattanews

লক্ষ্মীছড়িতে ৩ দিন পর খোঁজ মিললো নিলবর্ণ চাকমা’র 

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিলবর্ণ চাকমা নিখোঁজ হওয়ার ৩ দিন পর খোঁজ মিলেছে। শনিবার নিলবর্ণ চাকমাকে প্রকাশ্যে জনসম্মুখে দেখা গেলো।

গত ২৯ নভেম্বর মঙ্গলবার খাগড়াছড়িতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র জনসভায় যোগ দিয়ে ফেরার পথে সে নিখোঁজ হয়েছিলেন বলে সূত্রে জানা যায়। নিলবর্ণ চাকমার স্ত্রী কুসুম বালা চাকমাও নিখোঁজের বিষয়টি স্পষ্টভাবে বলতে পারেন নি। সকাল ১১টায় নিলবর্ণ চাকমার সাথে লক্ষ্মীছড়ি বাজারে সাক্ষাত হলে তিনি বলেন, আমি এখন আপনাদের মাঝে আছি এর বাহিরে আর কোন কিছুই বলতে রাজি হন নি।

সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা তাকে শর্তসাপেক্ষে ছেড়ে দেয়। লক্ষ্মীছড়ি-জালিয়া পাড়া সড়কের সিন্দুকছড়ি এলাকা থেকে বিকাল সাড়ে ৫টার দিকে গত ২৯ নভেম্বর খাগড়াছড়ি থেকে মোটরসাআকেলে ফেরার পে অস্ত্রের মুখে ১০-১২ উপজাতীয় সন্ত্রসীরা নিলবর্ণ চাকমাকে অপহরণ করে আটকে রাখে।

এদিকে ইউপিডিএফ এ ঘটনার সাথে জড়িত বলে সূত্র দাবি করলেও নির্ভরযোগ্য সূত্র থেকে তা প্রমাণ করা সম্ভব হয় নি।

Exit mobile version