parbattanews

লক্ষ্মীছড়ির বর্মাছড়ি জুনিয়র হাইস্কুলে পাশের হার শতভাগ

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি জুনিয়র হাইস্কুলে পাশের হার শতভাগ। স্কুলটি থেকে এবার ৫৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পরীক্ষায় উত্তীণ করে। দুর্গম বর্মাছড়ি ইউনিয়নে এই সাফল্যে স্কুলটির শিক্ষক মণ্ডলী, কমিটির সদস্য, শিক্ষার্থীদের অবিভাবকসহ সকলেই খুশি।

অন্যদিকে লক্ষ্মীছড়ি মডেল হাইস্কুলে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। বুধবার প্রকাশিত ফলাফলে জানা যায়, লক্ষ্মীছড়ি হাইস্কুল থেকে মোট পরীক্ষায় অংশ নেয় ১৮১জন। এর মধ্য থেকে ১৪৬জন শিক্ষার্থী পাশ করে । পাশের হার ৮০.৮৬ শতাংশ। জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে ১৬জন, মানবিক বিভাগ থেকে ৭০জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৬০জন শিক্ষার্থী পাশ করে। পাশের হার সন্তোষজনক হলেও জিপিএ-৫ না পাওয়ায় হতাশা প্রকাশ করেন ছাত্র ছাত্রী ও অভিভাবকরা। তবে গত বছরের তুলোনায় এ বছর পাশের হার বেশি বলে জানা যায়।

Exit mobile version