parbattanews

লক্ষ্মীছড়ির মুক্তিযোদ্ধা আব্দুর ছাত্তারের ইন্তেকাল

Picture Chattar

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার আর নেই। বৃহস্পতিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে তিনি মৃত্যু বরণ করেন। লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক এ খবর নিশ্চিত করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘ দিন ধরে সে দুরারোগ্য ব্লাড ক্যন্সারে ভুগছিলেন। স্ত্রী ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন আব্দুর ছাত্তার। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে খবর শুনে সকাল থেকেই এলাকার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীরা দেখতে যান।

মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তারের জন্মস্থান বরিশাল জেলার উজির পুর উপজেলার ধামসুর গ্রামে। পিতা মরহুম তজুমউদ্দিন। মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার ভারতে প্রশিক্ষণ নিয়ে ৭১এর রণাঙ্গনে সাতক্ষিরার সীমান্তবর্তী কালীগঞ্জ, দেবাটাসহ বিভিন্ন এলাকায় পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করেন।

শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হবে বলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান।

Exit mobile version