parbattanews

লক্ষ্মীছড়ির ২ ইউপিতে মেম্বার-চেয়ারম্যানদের দায়িত্ব হস্তান্তর

UPUWPUWP copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় দায়িত্বভার গ্রহণ করেছেন লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন ও বর্মাছড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণ। বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি সদর ১নং ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা।

বিদায়ী চেয়ারম্যান রাজেন্দ্র চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ভূইয়া, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো. মোবারক হোসেন, নবনির্বাচিত চেয়ারমান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা (দয়াধন)। এছাড়াও চাথোয়াই মারমা, আব্দুল মাজেদ গাজী, জয়া চাকমা, নিছাই প্রু চৌধুরী, অসিম চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

ইউনিয়ন পরিষদ সচিব কমল চাকমার সঞ্চালনায় দীর্ঘ আলোচনা শেষে নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিদায়ী জনপ্রতনিধিরা। সব শেষে স্বাক্ষরের মাধ্যমে নবনির্বাচিত চেয়ারম্যান প্রবিল কুমার চাকমাকে দায়িত্বভার বুঝিয়ে দেন বিাদয়ী চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা।

অপরদিকে একই দিন বর্মাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হরিমোহন চাকমা বিদায়ী চেয়ারম্যান প্রতুল কান্তি চাকমার নিকট দায়িত্বভার হস্তান্তর করেছেন। এর আগে গত ১৬ আগস্ট দুল্যাতলী নবনির্বাচিত চেয়ারম্যান ত্রিলন চাকমা (দয়াধন) দায়িত্বভার বুঝে নিয়েছেন বলে জানা গেছে।

Exit mobile version