parbattanews

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে প্রার্থীদের আচারণবিধি লঙ্ঘন: দ্রুত ডিজিটাল ব্যানার নামানোর নির্দেশ

উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করে প্রতীক ও ছবি দিয়ে নিয়মবর্হিভুত ডিজিটাল ব্যানার লাগালেও তা দ্রুত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন সহকারি রিটার্নিং অফিসার ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাস্মদ শওকত ওসমান।

২১ ফেব্রুয়ারি শুক্রবার লক্ষ্মীছড়ি উপজেলা সদরে প্রার্থীদের কয়েকটি ডিজিটাল ব্যানার সরকারি কর্মকর্তাদের নজরে আসলে তা দ্রুত নামিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যায়। কোন প্রার্র্থী আচরণ বিধি লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর শাস্তির বিধান রয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান। আগামী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে।  

Exit mobile version