লক্ষ্মীছড়ি জোনে মতবিনিময় সভা

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন সদরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো: কাজি মাহমুদন্নবী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি রেম্রাচাই চৌধুরী, নবাগত লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, অফিসার্স ইনচার্জ মো: কামরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকার কিছু খবর উদ্বেগজনক হলেও সব কিছু মিলিয়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকার জন্য সন্তোষ প্রকাশ করেন জোন কমান্ডার। লক্ষ্মীছড়ি কলেজটি কিভাবে আবার চালু করা যায় এ বিষয়ে আলোচনা প্রাধান্য পায়। এছাড়াও বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও উন্নয়ন নিয়ে আলোচনায় অংশ নেন অনেকেই। মেজর কাজি মাহমুদন্নবী বলেন, এলাকার উন্নয়নে কারো দ্বিমত থাকার কথা নয়। সকলে মিলে-মিশে কাজ করলে অনেক সমস্যাই সহজে সমাধান করা সম্ভব। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান কাজের পরিবেশ সৃষ্টি করতে সকলের সহযোগীতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন