parbattanews

লক্ষ্মীছড়ি বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

&¦Ke_`UKP

মোবারক হোসেন:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে এ খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করা হয়। ফাইনাল ম্যাচে বালকদের খেলায় দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-৩ গোলে হারিয়ে লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকাদের মধ্যে লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০গোলে হারিয়ে দুল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, জোন কমান্ডারের প্রতিনিধি ক্যাপ্টেন সালেহ, ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আকবর আলী উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন। আশাঢ় মাস মুষুলধারে বৃষ্টি শুরু হলে খেলার কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়।

শ্রেষ্ঠ গোলদাতা এবং ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন দুল্যাতলী একাদশের এলিনা চাকমা। লক্ষ্মীছড়ি মডেল একাদশের মো: আরিফ হয়েছেন শ্রেষ্ঠ খেলোয়াড়।

বেলা ৩টায় শুরু হয়ে ১০ মিনিটের বিরতী দিয়ে বালিকাদের ৫০ মিনিটের খেলায় প্রথমার্ধে ৩টি এবং দ্বিতীয়ার্ধের শেষ দিকে দলীয় খেলোয়ার এলিনা চাকমা আরো ১টি জয়সূচক গোল করে।

বালকদের খেলায় ১-১ গোলে সমতায় থাকলে অতিরিক্ত ১০ মিনিটের খেলায় বিরতির আগে লক্ষ্মীছড়ি মডেলের আরিফ হোসেন আরো ২টি গোল করে দলকে এগিয়ে রাখে।

রেফারির দায়িত্ব পালন করেন ডা.দেলোয়ার হোসেন, সহকারি রেফারি সাইফুল ইসলাম রাব্বী ও প্রমিত চাকমা।

Exit mobile version