parbattanews

লক্ষ্মীছড়ি হাইস্কুলের এডহক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ: প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীছড়ি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি হাইস্কুলের দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা এডহক কমিটি বাতিলের দাবিতে ছাত্র-অভিভাবকরা প্রতিবাদ সমাবেশ করেছে। পরে ক্ষুব্ধ অভিভাবকরা প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে এ প্রতিবাদ সমাবেশ ও তালা দেয়ার ঘটনা ঘটে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ভার প্রাপ্ত বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান স্বপন চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক বর্মাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নীলবর্ণ চাকমা, অভিভাবকের পক্ষ হতে মো: রেজাউল করিম, ইউপি সদস্য নিলন্দ চাকমা, ইউপি সদস্যা জয়মালা চাকমা, পাইছা প্রু মারমা প্রমুখ।

উল্লেখ্য, ২০১২ সালের শেষ দিকে পূর্বের কমিটির মেয়াদ শেষ হলে আব্দুর রশীদ মোল্লাকে আহবায়ক করে ৬সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনার জন্য এডহত কমিটি গঠন করা হয়। ৬ মাসের মেয়াদে এ কমিটি গঠন করা হলেও দীর্ঘ ২ বছর অতিবাহিত হচ্ছে নানা অজুহাতে এখনো পর্যন্ত এ কমিটি নির্বাচন দিতে পারে নি। ফলে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে আসছেন এলাকাবাসী ও অভিভাবকরা। প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

Exit mobile version