লখনৌকে উড়িয়ে কোয়ালিফায়ারে মুম্বাই

fec-image

১৮২ রানের স্কোর গড়ে বেশ শক্ত অবস্থানেই ছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এর মাঝে ক্যারিয়ার সেরা বোলিংয়ে লখনৌ সুপার জায়ান্টসকে উড়িয়ে দিয়েছেন আকাশ মাধওয়াল। মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে জায়ান্টসকে ৮১ রানের হারিয়ে দিয়েছেন তিনি। এ জয়ে আইপিএলের ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখলো মুম্বাই। বিদায় নিলো লখনৌ।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে মুম্বাই। জবাব দিতে নেমে আকাশ মাধওয়ালের বিধ্বংসী বোলিংয়ের মুখোমুখি হয় লখনৌ। ২৯ বছর বয়সী এই ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার ৩.৩ ওভার বল করেছেন। মাত্র ৫ রান দিয়ে তিনি একাই তুলে নিয়েছেন ৫ উইকেট।

একদিকে আকাশ মাধওয়ালের বিধ্বংসী বোলিং। অন্যদিকে লখনৌ ব্যাটারদের একের পর এক ভুল। যার খেসারত দিতে হয়েছে তিনটি রানআউটের মাধ্যমে। যার ফলে ১৬.৩ ওভারে মাত্র ১০১ রান তুলতেই অলআউট হয়ে যায় লখনৌ সুপার জায়ান্টস।

১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে লখনৌ। ওপেনার প্রেরক মানকড় ৬ বলে ৩ রান করে আউট হয়ে যান। অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া আউট হন ৮ রান করে। কাইল মায়ার্স ১৩ বলে ১৮ রান করে আউট হন।

আয়ুস বাদোনি ৭ বলে ১ রান, নিকোলাস পুরান শূন্য রানে আউট হয়ে যান, দিপক হুদা আউট হন ১৫ রানে। সর্বোচ্চ ২৭ বলে ৪০ রানে রানআউট হন মার্কাস স্টোইনিজ। লখনৌর দুর্ভাগ্য হলো, যারা রান করেছেন সেই স্টোইনিজ (৪০) এবং দিপক হুদা (১৫) রানআউট হয়ে যান। অন্যরাও আউট হয়ে যান খুব দ্রুত। শেষ পর্যন্ত ১০১ রানে অলআউট হয়ে যায় লখনৌ।

আকাশ মাধওয়ালের ৫ উইকেট ছাড়াও ১টি করে উইকেট নেন ক্রিস জর্ডান এবং পিযুশ চাওলা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। সর্বোচ্চ ৪১ রান করেন ক্যামেরন গ্রিন। ৩৩ রান করেন সুর্যকুমার যাদব, ২৩ রান করেন নেহাল ওয়াধেরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কোয়ালিফায়ার, মুম্বাই, লখনৌ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন