লন্ডন এবং ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে নিরাপত্তা : জাইমা রহমান


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান বলেছেন, লন্ডন এবং ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে নিরাপত্তা। ২০ জানুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে গত রোববার রাজধানীর খামারবাড়িতে ‘জাতি গঠনে নারী : নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক’ আলোচনা সভায় অংশ নেয়া এক তরুণীর এ সংক্রান্ত এক প্রশ্ন এবং তাঁর সাবলিল জবাবের একটি ভিডিও আপলোড করে জাইমা রহমান লেখেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে, লন্ডনে থাকা আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটি কি? আমার ভাবনায় একটিই বিষয় আসে সেটি হলো নিরাপত্তা। এটি নিয়ে আমি প্রায়ই ভাবি যে, বাংলাদেশে আমাদের তরুণদের কাছে নিরাপত্তা বলতে আসলে কি অর্থ বহন করে? যখন একজন নারী অনলাইনে হয়রানির শিকার হন, কিংবা রাস্তায় চলাচলে অস্বস্তি বোধ করেন তখন তা কেবলই তার একার বিষয় থাকে না। ধীরে ধীরে এর প্রভাব আমাদের সমাজে সবার ওপর পড়ে। আমরা কোথায় যাব, কী বলব, অনলাইনে কী লিখব সবকিছুতেই একটা ভয়ের সৃষ্টি হয়। আর সেই ভয় থেকেই অনেক ক্ষেত্রে মানুষ নিশ্চুপ হয়ে যায়, নিজেকে গুটিয়ে নেয়।’
পোস্টে জাইমা রহমান আরো উল্লেখ করেন, ‘আমি মনে করি, পরিবর্তন শুরু হতে পারে খুব ছোট ও সাধারণ কিছু বিষয় দিয়ে। যেমন অনলাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, হয়রানির শিকার হলে সহজে ও গোপনে প্রতিকারের নিশ্চয়তা, ডিজিটাল প্ল্যাটফর্মে আচরণ ও নিরাপত্তা নিয়ে কার্যকরী শিক্ষাব্যবস্থা এবং নারীরা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে চলাফেরা করতে পারেন তা সুনিশ্চিত করা ইত্যাদি। কারণ দৈনন্দিন জীবনে নারীরা যখন নিজেদের নিরাপদ বোধ করবেন, তখন সমাজের অন্য সকলেই আরও বেশি নিশ্চিন্তভাবে নাগরিক জীবন যাপনে স্বস্তি ও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।’

















