parbattanews

লর্ডসে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারলো ইংল্যান্ড

পার্বত্যনিউজ ডেস্ক:

স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বড় জয় তুলে নিয়েছে সফরকারি পাকিস্তান। রোববার (২৭ মে) লর্ডসে ইংলিশদেরকে নির্ধারিত ৫ দিনের একদিন বাকি থাকতেই ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

ম্যাচের প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানি বোলারদের কাছে ধরাশয়ী হয় ইংলিশ ব্যাটসম্যানরা। ৬ উইকেট হারিয়ে ২৩৬ রানে থাকা মাত্র ১৮ বলের ব্যবধানে ৬ রান যোগ করতেই বাকি ৪ উইকেট হারিয়ে ২৪২ রানেই অলআউট হয়ে যায় রুট বাহিনী। ক্যাপ্টেন জো রুট ৬৮, বাটলার ৬৭ এবং বেস করেন ৫৭ রান। পাক দুই পেস বোলার মোহাম্মাদ আমির এবং মোহাম্মাদ আব্বাস যথাক্রমে ৩৬ ও ৪১ রান দিয়ে ৪টি করে উইকেট নিয়েই কুপোকাত করেন ইংলিশদের।

এর আগে পাক বোলিং তোপে প্রথম ইনিংসেও মাত্র ১৮৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। এই ইনিংসেও আব্বাস এবং হাসান আলি ৪টি করে উইকেট তুলে নিয়ে ধস নামান।

ইংলিশ ব্যাটসম্যানরা যেখানে রীতিমত আত্মসমর্পণ করে সেখানে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৬৩ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ফলে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের জন্য প্রয়োজন ছিল মাত্র ৬৪ রান। ১ উইকেট হারিয়ে মাত্র ১৩ ওভারেই সহজ এই লক্ষ্য পূরণ করে ফেলে সফরকারীরা।

মোহাম্মদ আব্বাস দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা খেলোয়াড়।

সূত্র: ক্রিকইনফো।

Exit mobile version