parbattanews

লামার আকিরাম ত্রিপুরা পাড়ায় অগ্নিকাণ্ডে সাত বসত বাড়ি ভস্মিভূত

লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের আকিরাম ত্রিপুরা পাড়ায় অগ্নিকাণ্ডে সাতটি বসত বাড়ি ভস্মিভূত হয়েছে।

বুধবার(১৮ মার্চ) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

একটি বসত বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক হিসাবে এই অগ্নিকাণ্ডে সাতটি বসত বাড়ির এগারো পরিবারের ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এই পাড়ার অধিবাসি সাবেক ইউপি মেম্বার নেলসন্স মেন্ডেলা জানান, আগুন লাগার মুহুর্তে মধ্যেই ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সেনাবাহীনি, লামা ফায়ার সার্ভিস ও স্থানিয় জন সাধারণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মিহির ত্রিপুরা (৪৫) জানান, আগুনে সব পুড়ে গেছে। বর্ষার জন্য আগাম মজুদ কৃত ধান, হাস ,মুরগি কাপড় চোপর, ছেলে মেয়েদের পাঠ্য বইসহ সব কিছু আগুনে পোড়ে গেছে। পড়নের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই।

গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা জানান, নয় পরিবারের কেহ কোন কিছু রক্ষা করতে পারেনি।

লামা ফায়ার সার্ভিসের টিম লিড়াল মোজাম্মেল জানান, দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। আগুন নিভাতে গিয়ে এক জন ফায়ার সার্ভিস এর কর্মী আহাত হয়েছে।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল জানান, ক্ষতিগ্রস্থদের সহয়তায় জেলা প্রশাসন ও বান্দরবান জেলা পরিষদের এগিয়ে আসা জরুরি হয়ে পড়েছে।

Exit mobile version