parbattanews

লামার ফাইতংয়ে বিএনপির ৬৫ জনের নামে মামলা দায়ের: গ্রেফতার ২

লামা প্রতিনিধি:

লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামশুল আলম (৬২) সহকারে বিএনপির ৬৫ জন নেতাকর্মীকে এজাহার নামীয় ও ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে লামা থানায় সোমবার মামলা দায়ের করা হয়েছে।

মোটর সাইকেলে অগ্নি সংযোগ ও হুমকি প্রদানের অভিযোগে ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আব্দুর রশিদ বাদী হয়ে লামা থানায় এজাহার দায়ের করেন। পুলিশ এই ঘটনায় বিএনপি কর্মী মো. তারেক(২৪) ও রাকিব উদ্দিন বাপ্পি (২৪) কে গ্রেফতার করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে বান্দরবান আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর বাহাদুর এর নির্বাচনী প্রচার কাজ শেষে বাড়ি ফেরার পথে ইসলামী মিশন সংলগ্ন রাস্তায় পৌঁছলে আসামিগণ হামলা চালিয়ে নৌকা সমর্থক আব্দুর রশিদ ও মো. সাহেদকে মারধর করে। এক পর্যায়ে পেট্রোল দিয়ে মোটর সাইকেল আগুন পুড়িযে দেয়। এ ঘটনায় লামা থানায় দায়েরকৃত মামলায় ফাইতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামশুল আলম, চেয়ারম্যানের ছেলে আলী হায়দার মানিকসহ ৬৫ জনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে।

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন, মামলার অপরাপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version