লামায় কঠিন চীবরদান অনুষ্ঠিত

লামা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার রাজবাড়ী নালন্দা বৌদ্ধ বিহারে গত বুধবার দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত ধর্মসভায় প্রধান ধর্মদেশক ছিলেন, রাঙ্গামাটি রাজ বনবিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ ভদন্ত মহামিত্র স্থবীর। দরদরী সুনন্দ বিহরের অধ্যক্ষ শ্রীমৎ ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় বিশেষ দেশকের দেশনাদান করেন, কক্সবাজারের চকরিয়ার মানিকপুর বিজয়ানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কুবরুকীর্তী ভিক্ষু।

এ সময় ধর্মদেশক ভদন্ত মহামিত্র স্থবীর বলেন, যারা শ্রদ্ধাচিত্তে দান, শীল ও ভাবনা এই তিনটি বুদ্ধ নির্দেশিত নীতি ও আদর্শ অনুকরণ, অনুসরন ও প্রতিপালন করেন তারাই প্রকৃত বৌদ্ধ। ভগবান বুদ্ধের এই তিনটি নীতি পালন করতে হবে কর্ম ও কর্মফলে একনিষ্ঠভাবে বিশ্বাস এবং শ্রদ্ধবোধকে প্রাধান্য দিয়ে। নিচক আনুষ্ঠানিকতার জন্য দান, শীল ও ভাবনা করে কোন সুফল অথবা মৃত্যুর পর দুঃখ মুক্তি সম্ভব নয় বলে তিনি দেশনায় উল্লেখ করেন।

কঠিন চীবরদান উপলক্ষে দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল, সুর্যোদয়ের সাথে আনুষ্ঠানিক জাতীয় ও বৌদ্ধ পতাকা উত্তোলন, প্রভাতফেরি, ভিক্ষুগণের প্রাত:কালীন পিন্ডদান, সংঘদান ও অষ্ট-পরিস্কারদান, ভিক্ষুসংঘের মধ্য অহ্নকালীন পিন্ডদান, জ্ঞাতী ভোজের আয়োজন, দুপরে সমবেত পঞ্চশীল গ্রহন, পরিত্রাণ প্রার্থণা, কল্পতরুদান, কঠিন চীবরদান, জ্ঞাতিগণের উদ্দেশ্যে পুণ্যরাশী দান ও ধর্মসভা। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন, বিশ্বশান্তি ও অগ্রগতি কামনা করে সমবেত বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে দিবসের কর্মসুচী শেষ হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন