parbattanews

লামায় কমিউনিটি পুলিশের সম্মেলন

স্টাফ রিপোর্টার :

‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামায় কমিউনিটি পুলিশের সম্মেলন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য বলেছেন, সমাজ থেকে সকল অপরাধ দূর করতে পুলিশ ও জনতার ঐক্য বন্ধন প্রয়োজন। সমাজে গুটি কয়েকজন অপরাধীর অপকর্মের কারণে সাধারণ মানুষকে কষ্ট পেতে হয়। এসব অপরাধীদের কঠোর হস্তে দমন করতে পুলিশের একার পক্ষে সম্ভব নয়।

শনিবার দুপুরে লামা পৌরসভা কমিউনিটি পুলিশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজে যদি অপরাধিরা প্রতিরোধের মুখে পড়ে, তাহলে ভবিষ্যতে তারা অপরাধ করার সাহস পাবেনা। তাই স্ব-স্ব অবস্থান থেকে সাবইকে এসব অপরাধীদের প্রতিরোধ করতে হবে। তবেই একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন তিনি।

লামা পৌরসভা কমিউনিটি পুলিশের আহবায়ক মোহাম্মদ রফিকের সভাপতিত্বে থানা চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল মাহমুদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, মাতামুহুরী ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।

Exit mobile version