লামায় কারিতাসের ৬৩ জন উপকারভোগীর মাঝে গবাদি পশু বিতরণ

Lama Caritas Photo, 6 Sep'13

লামা প্রতিনিধি:
বান্দরবানের লামায় কারিতাসের ইএসএলইপি-সিএইচটি (সিড়িঁ) প্রকল্পের উদ্যোগে অতি দরিদ্র উপকারভোগীর মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর উশৈসিং এমপি এসব বিতরণ উদ্ভোধন করেন। এই উপলক্ষ্যে লামা ইউনিয়নের মেরাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মিন্টুৃ কুমার সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল আহসান, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, নির্বাহী কর্মকর্তা মো: হেলাল উদ্দিন, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোইচিং মার্মা, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান সাচিংপ্রু মার্মাসহ স্থানীয় ইউপসদস্যগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সময় সুযোগ সব সময় আসে না। তাই যে সমস্ত উপকারভোগীগন গরু এবং বিভিন্ন উপকরণ পাচ্ছেন তা সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলতে হবে।
এর আগে প্রধান অতিথি বীর বাহাদুর এমপি সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ মহিলাদের মাঝে র্আমপি প্রকল্পের অর্থ বিতরণ ও আনন্দ স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ উদ্ভোধন করেন। সকাল ১০টায় মাতামুহুরী নদীর মিশন ঘাটে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত, সাড়ে ১০টায় লামা সদর ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১১টায় মেরাখোলা কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্ভোধন ও সোয়া ১১টায় মেরাখোলা প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে স্থানীয় আওয়ামীলীগের জনসভায় বক্তৃতার পর দুপুর আড়াইটায় লামারমুখ-রুপসীপাড়া সম্প্রসারিত লাইনের বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন করেন।   

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন