parbattanews

লামায় গম চাষীদের মাঠ দিবস

বান্দরবান প্রতিনিধি:

কারিতাস বাংলাদেশের উদ্যোগে বান্দরবানের লামা উপজেলায় তামাকের বিকল্প হিসেবে প্রথম বারের মত গম চাষীদের মাঠ দিবস পালিত।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে লামা উপজেলার হরিণ ঝিরি এলাকায় মাঠ দিবস পালিত হয়।

লামা উপজেলা নিবার্হী কর্মকর্তা নুর এ জান্নাত রুমীর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের আঞ্চলিক গম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলম ফারুক, কারিতাসের বান্দরবান জেলা কর্মসূচি কর্মকর্তা রুপনা দাশসহ লামা, আলীকদম উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় গম চাষীরা।

এসময় উপস্থিত অতিথিরা এলাকার গম চাষীদের সাথে নিয়ে মাঠ থেকে ফসল কেটে কৃষকদের ঘরে তুলেন এবং কৃষকদের গম চাষের জন্য উৎসাহিত করার লক্ষ্যে কৃষকদের মাঝে পুরষ্কার প্রদান করেন।

প্রসঙ্গত, বান্দরবান জেলায় প্রথম বারের মত কারিতাসের সহযোগিতায় এক একর জমিতে গম চাষ শুরু করা হয়।

Exit mobile version