parbattanews

লামায় গাছ কাটা মামলায় ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের লামায় কৃষকের বাগানের ১৫ হাজার গাছ কেটে ফেলার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত ৫ জনসহ মোট ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রবিবার (১০ ফেব্রুয়ারি) দায়ের করা মামলায় এই আদেশ দেওয়া হয়।

মামলার বিবাদীরা হলো- হাজী দেলোয়ার হোসেন (৬৫), আবু তাহের (৪৫), মো. বাবুল মিয়া, মো. আব্বাছ (৩৫), মো.  ছিদ্দিক (২৬)।

গ্রেফতারী পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাডভোকেট মুহাম্মদ জামসেদ উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কৃষক সোলায়মান হোসেনের পৈত্রিক জায়গায় গত বছরের ৩ অক্টোবর হাজ্বী দেলোয়ার হোসেনের নির্দেশে ও আবু তাহেরের নেতৃত্বে আরও ১০-১৫ জন সংঘবদ্ধ হয়ে জায়গা জবর দখলের উদ্দেশ্যে বাগানে তান্ডব চালায়।

এসময় বাগানের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে বিবাদীরা। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বাদী হয়ে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত বিবাদীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেছে।

Exit mobile version