parbattanews

লামায় চোলাই মদসহ পাচারকারী আটক

আটক

লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় নয় লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ পাপ্পু মহাজন (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আটক পাচারকারীর জামিন চাওয়া হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের বনফুর বাজারে অভিযান চালিয়ে তার নিজ দোকান থেকে মদসহ আটক করা হয়। বিজিবি আরও জানায়, অভিযানে আটক পাপ্পু মহাজন দোকানের মালিক অর্পণ মহাজনের ছেলে। বিজিবির অভিযান টের পেয়ে অর্পণ মহাজন দোকান থেকে পালিয়ে যায়।

বিজিবি আরও জানিয়েছে, অর্পন মহাজন ও তার পুত্র পাপ্পু মহাজন দীর্ঘদিন ধরে মুদি দোকান ব্যবসার আড়ালে চোলাইমদ পাচার ও বেঁচাকেনা করে আসছে এমন তথ্যের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় বিজিবি এ অভিযান চালায়। বৃহষ্পতিবার বিজিবি আটককৃতকে লামা থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে লামা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন যে, মদসহ আটক পাপ্পু মহাজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠাতে নির্দেশ দিয়েছেন।

Exit mobile version