parbattanews

লামায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীর শ্লীলতাহানি

নিজস্ব প্রতিনিধি:
লামা পৌরসভার বড় নুনারবিল এলাকায় মনোয়ারা বেগম (১৮) নামের এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ভিক্টিম নারী নুনারবিল পাড়ার নুরুল কবিরের মেয়ে। এ ঘটনায় ৪জনকে আসামী করে মামলা দায়ের করেছেন মনোয়ারা বেগম।

আসামীরা হল, মোস্তফা আল ফারুক(১৯, নাজিম উদ্দিন রনি (১৮), নুরু আলম (১৯) এবং জাফর আলম (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, মনোয়ারা বেগমের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে জাফর আলম গংদের বিরোধ চলে আসছে।সম্প্রতি মনোয়ারা বেগম বাড়ির পাশে গাছ থেকে জাম্বুরা পাড়ার সময় অভিযুক্তরা একা পেয়ে তার পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে। এতে তার পরনের কাপড় ছিড়ে যায়।পাশাপাশি তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ করেন।

এসময় মনোয়ারা বেগমের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় মনোয়ারা বেগম বান্দরবান পার্বত্য জেলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ফৌজদারী অভিযোগ করেছেন।

Exit mobile version