parbattanews

লামায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে অভিযান

রবিবার (৭জুলাই) সহকারি কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা পুলিশী সহায়তায় এই অভিযান চালান

টানা বর্ষণের ফলে বান্দরবানের লামায় ঝুকিপূর্ণ পাহাড়ে বসবাসরত বাসিন্দাদের সরে যেতে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন। রবিবার (৭জুলাই) সহকারি কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা পুলিশী সহায়তায় এই অভিযান চালান।

অভিযানকালে লামা পৌর এলাকার চেয়ারম্যানপাড়া, কাটা পাহাড়, হাসপাতাল পাড়া, নয়াপাড়া, মিশন এলাকা, রাজবাড়ী, লাইনঝিরি, হরিণঝিরি, শিলেরতুয়া এলাকায় পাহাড়ের পাদদেশ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে পরামর্শ দেওয়া হয়।

এদিকে ঝুঁকিপূর্নদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনতে উপজেলায় ৫৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রান তৎপরতা চালানোর জন্য প্রস্তুতি গ্রহন করার পাশাপাশি খোলা হয় কন্ট্রোল রুম।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলার সহকারী কমিশনার (ভূৃমি) ইশরাত সিদ্দিকা বলেন, একইভাবে উপজেলার ৭টি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ স্থানে অভিযান চালানো হবে।

Exit mobile version