parbattanews

লামায় তিন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি: শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে আনন্দ

বান্দরবানের লামা উপজেলায় নতুন করে এমপিওভুক্ত হলো তিন শিক্ষা প্রতিষ্ঠান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ এমপিওভুক্তির মধ্য দিয়ে পাহাড়ে পিছিয়ে পড়া বহু শিক্ষক-কর্মচারী ও দেড় সহস্রাধিক শিক্ষার্থীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক সংকট দূরের পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধি পাবে। এদিকে এমপিও ভুক্তির খবরে বিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মাঝে আনন্দের বন্যা বইছে।

ঘোষণা অনুযায়ী উপজেলার এমপিওভুক্তি প্রতিষ্ঠানগুলো হলো লামামুখ উচ্চ বিদ্যালয়, হায়দারনাশী মোহাম্মদীয় সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হারগাজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এ সব বিদ্যালয়ে ৩৭জন শিক্ষক কর্মরত আছেন। অধ্যয়নরত আছেন ১ হাজার ৬৮জন শিক্ষার্থী। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার বলেন, আমার ইউনিয়নের একটি মাদ্রাসা ও একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে এমপিওভুক্তি করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপির প্রতি আমরা কৃতজ্ঞ।

এ বিষয়ে নব এমপিওভুক্ত প্রতিষ্ঠান লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর শুক্কুর বলেন, এমপিও ভুক্তির মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার তিনটি বিদ্যালয়ের শিক্ষক সংকট দূরের পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধি পাবে।

তিন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গাউছুল আজম বলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপির একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তি সম্ভব হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পার্বত্য মন্ত্রী মহোদয়কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

Exit mobile version