parbattanews

লামায় ত্রিপুরা সম্প্রদায়ের গণসংযোগ সভা

বান্দরবান পার্বত্য জেলায় উপজেলা পর্যায়ে ত্রিপুরা নেতৃবৃন্দের সাথে গণসংযোগ সভা শুরু হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সত্যহা পানজি ত্রিপুরার উদ্যোগে জেলাব্যাপী এই মতবিনিময় সভা করছেন। ত্রিপুরা সম্প্রদায়ের উন্নয়ন ও তাদের সুসংগঠিত করাই এই মতবিনিময় সভার উদ্দেশ্য বলে তিনি জানান।

শনিবার (১৩ মার্চ) বেলা ১১ ঘটিকার সময় লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজের দ্বিতীয় তলায় লামা উপজেলার মতবিনিময় সভা ও গনসংযোগ করা হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য জনাব সত্যহা পানজি ত্রিপুরার সভাপতিত্বে এই গনসংযোগ সভায় উপস্থিত ছিলেন লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত ত্রিপুরা নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লামা উপজেলা শাখার সভাপতি বাথোয়াইচিং মার্মা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মহিলা সদস্য ফাতেমা ফারুল, লামা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অজাহা ত্রিপুরা, লামা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, বাংলাদেশ কৃষক লীগ বান্দরবান জেলা শাখার সহ সভাপতি এম কামরুল হাসান টিপু, ও বান্দরবান জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য গ্রেবিয়েল ত্রিপুরা।

মত বিনিময় সভায় বক্তারা ত্রিপুরা সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং এমপির প্রশংসা করেন, বিশেষ অতিথির বক্তব্যে লামা উপজেলা আওয়মী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা বলেন, ত্রিপুরা সম্প্রদায়সহ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর উন্নয়নে সরকার খুব আন্তরিক, যার ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার পার্বত্য জেলা পরিষদসমূহে সকল সম্প্রদায় হতে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে।

Exit mobile version