parbattanews

লামায় দিনব্যাপী নিরাপত্তাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের লামা উপজেলায় দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার সকালে উপজেলার রুপসী পাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে দুঃস্থ ও অসহায় প্রায় পাঁচ শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালিদের মাঝে এ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়।

আলীকদম নিরাপত্তাবাহিনীর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মারমাসহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

নিরাপত্তাবাহিনী ক্যাপ্টেন ডা. আসিফুর রহমান ও ক্যাপ্টেন ডা. নিগার সুলতানার নেতৃত্বে সেনা সদস্যরা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মারমা বলেন, ইউনিয়নের দুর্গম এলাকার অনেক দরিদ্র নারী-শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ফ্রি চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন। রুপসি পাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আলীকদম জোনের এই উদ্যোগকে স্বাগত জানান।

Exit mobile version