parbattanews

লামায় নিরাপত্তা চেয়ে সাংবাদিকের থানায় জিডি

স্টাফ রিপোটার

বান্দরবানের লামায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ এর উপজেলা সংবাদদাতা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রাণের নিরাপত্তা চেয়ে সোমবার থানায় সাধারণ ডায়েরি করেছে।

ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ “বান্দরবানে বেপরোয়া কাঠ সিন্ডিকেট, উজার হচ্ছে বনাঞ্চল” শিরোনামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন সাইটে সংবাদটি প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে লামা বনবিভাগ অবৈধ কাঠ ও লাকড়ি পাচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বন বিভাগের হস্তক্ষেপে অবৈধ কাঠ পাচার বন্ধ হওয়ায় কাঠ পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন পন্থায় মোহাম্মদ রফিকুল ইসলামকে অজ্ঞাতনামা ব্যাক্তিরা গুমসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে লামা থানায় সোমবার একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নং ৭৯৭।

এ বিষয়ে লামা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা জ্ঞাপনসহ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দু সাত্তার ভূইয়া বলেন, নিরাপত্তা চেয়ে সাংবাদিক রফিক সাধারন ডায়েরি করতে আসলে আমরা জিডিটি এন্ট্রি করি।

Exit mobile version