parbattanews

লামায় পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Lama Picture (2) , Date- 22 Oct'15

লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে ভূমি জবর দখল প্রচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা সভাপতি সুইগ্যমং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনসংহতি সমিতির উপজেলা সভাপতি অংগ্য মার্মা। এতে অন্যান্যের মধ্যে জনসংহতি সমিতির উপজেলা সহ-সাধারণ সম্পাদক চম্পট ম্রো, উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক উথোয়াইছা মার্মা, পাহাড়ি মহিলা সমিতির সাধারণ সম্পাদক উসাংপ্রু মার্মা প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা দোষীদের ভূমি জবর দখলের ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, গত বুধবার উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে ভূমি বিরোধের জের ধরে মো. সেলিম ও মাম্যাচিং মার্মা গংদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মাম্যাচিং মার্মাসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। এ ঘটনায় মাম্যাচিং মার্মানীর বাবা রেদা মার্মা বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেন।

Exit mobile version