parbattanews

লামায় পাহাড়ী পাথর উত্তোলন বন্ধে এলাকাবাসী সোচ্চার

?????????????????????????????????????????????????????????

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন পাহাড়, ঝিরি, ও ছড়া থেকে অবাধে পাথর উত্তোলন বন্ধের দাবী জানিয়েছে এলাকাবাসী।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় একাধিক বাসিন্দা এই অভিযোগ তুলেন।

ইয়াংছা ও সাঙ্গু মৌজার বাসিন্দা শিমন জালাই ত্রিপুরা, চংপাট মুরুং, জমির উদ্দিন অভিযোগে জানান, পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ভেন্ডিবাজার এলাকার বাসিন্দা মৃত নুরুল কবিরের ছেলে মহি উদ্দিন, মো. এনাম, ফরহাদ, মো. জলিল, মনো মেম্বার ও ওমর হামজাসহ বেশ কয়েকজন পাথর খেকো মৌজা এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করছে।

তাদের দাবী, পরিবেশ রক্ষার্থে পাহাড় কাটা, ঝিরির গতি পরিবর্তন ও পাহাড়-ঝিরি খনন না করার নিষেধ থাকলেও পাথর খেকোরা আইন না মেনে হরিণঝিরি, পাইকঝিরি, কাপঝিরি, কেরানী ঝিরি, শিলেরঝিরি, চিনির ঝিরি, বাঁকখালী খাল, ঝিরিসহ ইয়াংছা মৌজা থেকে পাথর উত্তোলন করছে।

এ প্রসঙ্গে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, এলাকাবাসীর অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version