parbattanews

লামায় পাহাড় কাটার দায়ে কৃষকের কারাদণ্ড

news_img

লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় পাহাড় কাটার দায়ে আবদুস শুক্কুর (৪০) নামে এক কৃষককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ এ কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যাক্তি উপজেলার আজিজনগর ইউনিয়নের উত্তর পাড়ার বাসিন্দা আবদুস সত্তারের ছেলে।

সূত্র জানান, আজিজনগরের উত্তর পাড়ায় পাহাড় কেটে জমি তৈরি করছে এমন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে আবদুস শুক্কুরকে আটক করে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করা হলে নির্বাহী আদালতের বিচারক খালেদ মাহমুদ পাহাড় কাটার দায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

লামা থানা ইনচার্জ মো. সিরাজুল ইসলামের সাথে বিষয়টি নিয়ে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Exit mobile version