parbattanews

লামায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

লামা প্রতিনিধি:

লামা পৌরসভার পশ্চিম রাজবাড়িতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল কনের বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করেন। বাল্য বিবাহ করার অপরাধে বর পক্ষের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় পৌরসভার পশ্চিম রাজবাড়ীর মুসলিম উদ্দিনের মেয়ে মর্জিনা বেগম (১২)এর সাথে লামা ইউনিয়নের চিউনিমুখ বরিশাল পাড়ার নুরুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (১৫) এর বিবাহের আয়োজন করা হয়। বাল্য বিবাহ দেয়ার ব্যপারে নিষেধ করার পরও বর ও কনে পক্ষ মানতে চায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল জানান, বাল্য বিবাহ করার অপরাধে বর আশরাফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Exit mobile version